ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলাধীন শিক্ষা প্রতিষ্ঠান সমূহের তালিকায় ফুলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় একটি বিশেষ পরিচিত নাম। ১৯৬৫ সালে ফুলপুর উপজেলা প্রতিষ্ঠাকাল থেকেই বিদ্যালয়টি মানব সম্পদ উন্নয়ন ও মেধা বিকাশে শিক্ষার উন্নয়নে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। ফুলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এখন ময়মনসিংহ জেলার শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান সমূহের মধ্যে অন্যতম। বিদ্যালয়টি জেলা সদর থেকে 20 কিলোমিটার এবং উপজেলা সদরে সম্পূর্ণ প্রাকৃতিক পরিমন্ডলে গড়ে উঠেছে। বর্তমানে অত্র বিদ্যালয়টিতে প্রায় ৬৫0 জন শিক্ষার্থী অধ্যয়ন করছে। এখানে শিক্ষাদানের জন্য উচ্চজ্ঞান সম্পন্ন ও দক্ষ শিক্ষকমন্ডলী নিয়োজিত রয়েছেন এবং তাঁরা স্ব স্ব ক্ষেত্রে প্রতিভার স্বাক্ষর রাখছেন। যার কারণে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অগ্রগতি ও ফলাফল উল্লেখ করার মতো।