https://www.bumbu-tabur-balado.biz.id https://www.bumbu-tabur.online https://www.bumbutabur.my.id https://www.dunia-drakor.biz.id https://www.info-drakor.site https://www.info-film.biz.id https://www.info-resep.web.id https://www.jasa-digital-marketing.com https://www.jasa-digital-marketing.my.id https://www.pabrik-bumbu-tabur.biz.id https://www.pabrik-bumbu-tabur.biz.id https://www.kchick.biz.id https://www.nasi-box.biz.id https://www.snack-box.biz.id
#

A T M MONIRUL HASAN (TITU)

Chairman

জ্ঞানই শক্তি জ্ঞানই আলো। শিক্ষাই গতি, শিক্ষাই করবে দূর জগতের যত কালো। শিক্ষাই পারে তথ্য প্রযুক্তির সঠিক প্রয়োগ ও বাস্তবায়নের মাধ্যমে মানুষের জীবন ধারাকে উন্নত থেকে উন্নতর করতে। এ শিক্ষার জন্য, শিক্ষিত জাতির জন্য ১৯৬৫ সাল থেকে ফুলপুরে জাতীয় কৃষ্টি, সভ্যতা, সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক হয়ে নিরলস সেবা দিয়ে যাচ্ছে ফুলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। এ প্রতিষ্ঠানের কার্যক্রমকে আরো যুগোপযোগী ও আধুনিক করার লক্ষ্যে বিভিন্ন প্রকল্প হাতে নেয়া হয়েছে। একটি আন্তর্জাতিক মানসম্পন্ন ওয়েবসাইট চালুকরণ তার একটি অংশ মাত্র। ফুলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন, বর্তমান ও অনাগত শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, শুভানুধ্যায়ী, মহৎপ্রাণ ব্যক্তিগণ তাদের প্রিয় প্রতিষ্ঠানের ইতিহাস, ঐতিহ্য, শিক্ষক-শিক্ষার্থীদের তথ্য, বিভিন্ন অর্জন, বিজ্ঞপ্তি ও অন্যান্য তথ্য সমূহ দেখে উপকৃত হবেন। দূর থেকে আমাদের অন্তরাত্নার রাখি বন্ধনে আবদ্ধ হবেন। এতে এ প্রতিষ্ঠানের সামগ্রিক মানোন্নয়নে একটি নতুন মাত্রিকতা যোগ হবে বলে আমার বিশ্বাস। ফুলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও এ প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানিয়ে এ ওয়েবসাইটের শুভ সূচনালগ্নে শুভকামনা করছি।

এ টি এম মনিরুল হাসান (টিটু)
সভাপতি
ফুলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়
ফুলপুর, ময়মনসিংহ।